Site icon Jamuna Television

শান্তিকালীন পদক পেলেন ১২২ সেনা সদস্য

প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১২২ জন সেনা সদস্যকে শান্তিকালীন পদক দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার সকালে সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ৬টি ক্যাটাগরিতে দেয়া হয় পদক।

এ সময় সেনাপ্রধান বলেন, শান্তিকালীন পদক সেনা সদস্যদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ করবে। জেনারেল আজিজ আহমেদ প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার তাগিদও দিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version