Site icon Jamuna Television

থানা হাজত থেকে চম্পট দিলো হত্যা মামলার আসামি!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিকশা চালক তাজিমুল (১৭) হত্যা মামলার আসামি রুবেল থানা হাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে টয়লেটে যাওয়ার নাম করে সে থানার দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত ওই অটোরিকশা চালক গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

নাচোলের স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীরা জানান, রোববার রাতে থানার কনস্টেবল জয়নাল আবেদীন রুবেলকে নিয়ে দোতালার টয়লেটে যায়। এ সময় রুবেল হাতকড়াসহ দোতালা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে সে পলাতক রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর ২টার পর অটোরিকশা নিয়ে নিখোঁজ হয় তাজিমুল। তার অটোরিকশাটি ছিনতাই করার জন্যই আসামিরা তাকে নাচোল থেকে নেজামপুরের চিনিশল্লায় ভাড়া করে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে। পরে পুলিশ ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে তাজিমুলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের নানা আব্দুল ওহাব বাদি হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রথমে রুবেলকে এবং রুবেলের দেয়া তথ্যানুযায়ী আজ ঢাকা থেকে প্রধান আসামি হযরতকে গ্রেফতার করেছে।

ইউএইচ/

Exit mobile version