বরগুনা প্রতিনিধি:
গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ নয় জনকে আটক করেছে ডিবি পুলিশ। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সোমবার বিকেলে পাথরঘাটা থানায় তাদের সোপর্দ করা হয়।
সাতক্ষীরা জেলার ট্রলার মালিক হালিম বিশ্বাস জানান, গত ১০ নভেম্বর বঙ্গোপসাগরে ‘ফেয়ার ওয়ে বয়ার’ এলাকায় মাছ শিকারের সময় আমার ট্রলারের পাশে বরগুনার পাথরঘাটার রিপন দফাদারের মালিকানাধীন ‘সোহেল সুমি ট্রলার’ নোঙর করে। ওই ট্রলারের ১৫ জন মাঝি আমার ট্রলারের মাছ ধরার জাল, দড়ি সহ ট্রলারে থাকা সৌর ব্যাটারি, সোলার প্যানেল, চাল, তেল, মোবাইল, টর্চ লাইট সহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এসময় আমার নৌকায় থাকা মাঝিরা বাঁধা দিলে পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
আটককৃতরা হলো- ট্রলারের মাঝি ইব্রাহিম, রাসেল, মিরাজ, বেলাল, সাহজাহান, আল আমিন, ইয়াসিন, মিরাজ ও মঞ্জু মিয়া। এদের সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাঈদ আহমেদ জানান, ঘটনার সময় লুট হওয়া তেলের ড্রাম সহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a reply