‘ভ্যাকসিন সংগ্রহের প্রস্তুতি শেষ, বিনা মূল্যে পাবে মানুষ’

|

করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সকল প্রস্তুতি শেষ করেছে। প্রধামন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের কাছে এই ভ্যাকসিন বিনা মূল্যে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।

সোমবার বিকেলে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের মত আরও বেশি সক্ষমতা নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। যে সকল জেলা হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নেই, সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে, হাইফ্লো অক্সিজেন মেশিনেরও সংখ্যা বাড়ানো হয়েছে।

এ সময় ঢাকা ২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।



 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply