জাহাঙ্গীরনগরে আজও অবরোধ

|

‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ শ্লোগান নিয়ে ৪র্থ দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পরও অবরোধ প্রত্যাহার করেনি তারা।

শিক্ষার্থীরা বলছেন, মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবি আদায় না হওয়া পরযন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে। প্রশাসনিক ভবন অবরোধের কারনে আজও কোন কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেনি অফিস কক্ষে।

এদিকে, গতকাল ভিসির বাসভবনে জরুরী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখা বেআইনি এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিরুদ্ধ উল্লেখ করে অবিলম্বে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের নিদের্শ দেয়া হয়েছে। ভিসির সেই নির্দেশ না মানার ঘোষণা দিয়েছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা।

যমুনা অনলাইন- এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply