Site icon Jamuna Television

চাঁপাইয়ে অটোরিক্সা চালক হত্যা, মূল আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিক্সা চালক তাজিমুল হত্যাকাণ্ডের মূল আসামি হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান।

তবে হাতকড়াসহ পালাতক অভিযুক্ত রুবেলকে এখনও গ্রেফতার করতে পারেনি। তাকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পুলিশ নিশ্চিত হয় এবং ঢাকা থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়। তবে অন্য কেউ এ ঘটনার সাথে জড়িত আছে কি না, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে। তবে অপর আসামি রুবেলকে আটকের বিষয়টি স্বীকার করলেও; কিভাবে সে থানা থেকে পালিয়ে গেছে এ বিষয়ে তার কিছুই জানা নেই বলেও তিনি জানান।

Exit mobile version