Site icon Jamuna Television

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান তিনি।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মুনীরুজ্জামান। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর করোনা টেস্ট পজেটিভ হওয়ায় শান্তিনগরের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। ২১ দিন লড়াই করার পর তার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী নানা জটিলতা ও ধকল সইতে না পেরে আজ সকালে মারা যান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান।

Exit mobile version