ফকিরহাটে পাঁচ শতাধিক চাষির মাঝে সার ও বীজ বিতরণ

|

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ শতাধিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ার ম্যান তহুরা খানম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে এজন্য কৃষি প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার। এই প্রণোদনার সঠিক ব্যবহারের ফলে কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠবে। কৃষি পুনর্বাসন এবং রবি ফসলের উৎপাদ বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, টমেটো, মরিচ, ও গ্রীষ্মকালীন মুগের মোট ১ হাজার ২৪৭ কেজি বীজ ও ৮ হাজার ৮শ’ কেজি সার বিতরণ করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply