সৌদি আরবের জ্বালানি শোধনাগারে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন সরকারের আংশিক সমর্থিত শিয়া অধ্যুষিত হুতি বিদ্রোহীরা। এই নিয়ে সৌদি জ্বালানি শোধনাগারে দুইবার বড় ধরণের হামলা করলো হুতিরা।
সোমবার সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, আরামকো তেল স্থাপনায় হামলাটি করা হয়েছে। ধারণা করা হচ্ছে- ইয়েমেনে চলমান সৌদি জোটের অভিযানের জবাবেই এ আক্রমণ করা হলো। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এর আগে গত বছরও একই ধরণের হামলা চালিয়েছিলো হুতি বিদ্রোহীরা। সেপ্টেম্বরের শেষের দিকে সৌদি তেল শোধনাগারে হামলা চালায় তারা। সেদিন আঘাত হেনেছিলো ১৮টি ড্রোন আর ৭টি ক্ষেপণাস্ত্র।
Leave a reply