টাঙ্গাইল প্রতিনিধি:
মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় নিয়ে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকালে শহরের পৌর উদ্যানে মুক্তিযোদ্ধাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান এবং মর্যাদা দিচ্ছে এ জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানাই।
এসময় তারা মাসিক ভাতা সরকারি পদ পর্যায়ের বেতন অনুযায়ী প্রদান করা, সুুুুচিকিৎসার ব্যবস্থা, সরকারিভাবে বাসস্থান এবং মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুনর্বহাল রাখার দাবি জানান।
বীর প্রতিক ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অ্যাড. জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনিরসহ বীর মুক্তিযোদ্ধারা।
Leave a reply