Site icon Jamuna Television

মেসিকে ছাড়াই বার্সার গোল উৎসব

লিওনেল মেসিকে ছাড়াই গ্রুপ জি’র ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ৪-০ গোলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। একই গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির ক্লাব ফেরেন্স ভারোসকে ২-০ গোলে হারিয়েছে রোনালদোর য়্যুভেন্টাস।

ইউক্রেনে কিয়েভের বিপক্ষে মেসির অনুপস্থিতির ম্যাচে নতুন কৌশলে দল সাজান বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। গ্রিজম্যান, ডি ইয়ং, জর্ডি আলাবার মত একাদশের নিয়মিত সদস্যদের ডাগআউটে রেখে একাদশ গড়েন এই ডাচ।

ম্যাচের শুরু থেকে বার্সেলোনার আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ৫২ মিনিটে ডেটলক ভাঙ্গেন রাইট ব্যাক সার্জিনো ডেস্ট। ৫৭ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েট।

৭০ মিনিটে পেনাল্টি থেকে আবারও স্কোরশিটে নাম তোলেন এই ড্যানিশ। আর বদলি হিসেবে নেমে গ্রিজম্যান ইনজুরি সময়ে গোল করলে ৪-০’র জয় পায় কাতালান ক্লাবটি।

Exit mobile version