Site icon Jamuna Television

মাধ্যমিকের সকল শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

স্কুলের সকল শ্রেণিতে এবার লটারির মাধ্যমে ভর্তি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার কথা জানিয়েছেন মন্ত্রী।

বুধবার দুপুরে মাধ্যমিক পর্যন্ত ভর্তি প্রক্রিয়া নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, এলাকা ভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। এতদিন আশপাশের এলাকার ৪০ শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করা হতো।

এছাড়াও এবার ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের বিদ্যালয় পছন্দের সংখ্যাও বাড়ানো হয়েছে। এতদিন একেকটি গুচ্ছের মধ্যে একটিতে পছন্দ করতে পারত শিক্ষার্থীরা। এখন একটি গুচ্ছের পাঁচটি পছন্দক্রম দিতে পারবে তারা।

১ জানুয়ারি বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা কীভাবে বই পাবে সে বিষয়ে প্রত্যেক স্কুলে নির্দেশনা দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version