ভারতে ধেয়ে আসছে সাইক্লোন ‘নিভার’

|

ভারতে ধেয়ে আসছে সাইক্লোন 'নিভার'

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় আজ মধ্যরাত বা বৃহস্পতিবার ভোরে আঘাত হানবে, সুপার সাইক্লোন ‘নিভার’।

জাতীয় আবহাওয়া অধিদফতর বলছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে ভূখণ্ডে আছড়ে পড়তে পারে ঝড়টি। একে ক্যাটাগরি- সেভেন ঝড় হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবীদরা।

গভীর নিম্নচাপের কারণে এরইমধ্যে তামিলনাড়ু ও পুদুচেরি’তে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। সেখানে দেখানো হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। নীচু এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৩০ হাজারের বেশি মানুষকে। আশেপাশের শহরগুলোতেও ঝড়ো হাওয়া’সহ মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

এরইমধ্যে, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রস্তুত রয়েছেন এনপিআরএফ’র (NDRF) ১২শ’ সদস্য। উদ্ধারকাজ পরিচালনায় মোতায়েন রয়েছে উপকূলীয় জাহাজ ও হেলিকপ্টার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply