স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়ে সচেতন করতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানা করা হয় অনেককেই।
যাদের মুখে মাস্ক নেই তাদেরকে নগদ অর্থদণ্ড করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট জানান, আগের চেয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন। তবে এখনো অনেকেই মাস্ক পরার বিষয়ে অবহেলা করছেন। ভ্রাম্যমাণ আদালত কিংবা গণমাধ্যমের সামনে তাদের মাস্ক পরতে দেখা যাচ্ছে।
এদিকে অনেকেই ইচ্ছাকৃতভাবে মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন, তাদের জরিমানা করা হয়েছে। নিম্নবিত্তদের অর্থদণ্ড না করে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট।
Leave a reply