‘রাজস্ব আয় বাড়লে ভ্যাটের হার কমানো হবে’

|

রাজস্ব আয় বাড়লে ভ্যাটের হার ও স্তর কমিয়ে আনা হবে। এতে ভ্যাট প্রদানের ঝামেলা কমে আসবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সকালে, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি)’র সুফল নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় ভ্যাট আদায়ের যন্ত্রের ব্যবহার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। অনেকেই প্রচলিত পদ্ধতিতেই মূসক আদায়ের দাবি জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে সব ব্যবসায়ীকেই এফডির আওতায় আনা হবে। এর ফলে ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে মতবিরোধ দূর হবে। দূরত্ব কমবে রাজস্ব কর্মকর্তাদের সাথে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। আর সেই কাজে সহযোগিতা করতে হবে ব্যবসায়ীদের। এ সময় ভ্যাট প্রদানে উৎসাহ দিতে জানুয়ারি থেকে লটারির মাধ্যমে গ্রাহককে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply