বড় অবেলায় চলে গেলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তার মৃত্যুর পর থেকে শুধু নিজ দেশে নয়, শোক পালন হয়েছে পুরো পৃথিবীতে। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাঁক খাচ্ছে- কোথায় সমাহিত হবেন ‘ফুটবল ঈশ্বর’?
রয়টার্স জানায়, এই ফুটবল কিংবদন্তিকে সমাহিত করা হতে পারে আজই। শেষ শ্রদ্ধা জানাচ্ছে জন্মভূমি আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের রাষ্ট্রীয় ভবনে রাখা হয়েছে ম্যারাডোনার মরদেহ। বেলা ভিস্তা সিমেট্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বা বাংলাদেশ সময় মধ্যরাতে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফুটবল জাদুকরের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে আর্জেন্টিনায়। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা। সপ্তাহখানেক আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছিলেন তিনি।
Leave a reply