মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকা আলী যাকের।
শুক্রবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শারীরিক জটিলতা নিয়ে গত ১৭ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় আলী যাকেরকে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। একইসাথে তিনি করোনা আক্রান্তও ছিলেন।
১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে তার পথচলা শুরু। তারপর দেশের টিভি নাটকেও ব্যপক খ্যাতি পান এই তারকা। হুমায়ুন আহমেদের আজ রবিবার নাটকে বড় চাচা চরিত্র তাকে আরো জনপ্রিয় করে তোলে।
Leave a reply