মায়ের পাশ থেকে ১৫ দিনের বাচ্চা উধাও

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৫ দিন বয়সী এক ছেলে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে ইউনিয়নের হাওয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নবজাত সন্তান হারিয়ে পাগল প্রায় শিশুটির মা ফাতেমা খাতুন ওই এলাকার ফারুক হোসেনের মেয়ে ও কলারোয়ার বোয়ালিয়া এলাকার সোহাগ হোসেনের স্ত্রী।

ফাতেমা খাতুন জানায়, ‘আমার নবজাতক ছেলের অসুস্থতার কারণে বেশ কয়েকদিন খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি ছিলাম। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে আমরা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে হাওয়ালখালীতে আমার নানার বাড়ি আসি। আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। সকাল ১১টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার পাশে বাচ্চা নেই। এরপর অনেক খোঁজা-খুঁজি করে কোথাও পাওয়া যায়নি।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply