শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ৮ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বন্ধ হওয়া বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অন্তত আটজন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে।

এদের মধ্যে ২য় বর্ষের ৫ শিক্ষার্থী রায়হান, তাসিন, ফওজিয়া, জেবা ও সুস্মিতা মারধরের শিকার হয়ে রাজশাহী মেডিকেলের ৩১ ও ১ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

পুলিশ জানায়, মাসের শুরুতে সরকার থেকে বন্ধ ঘোষণার পর প্রতিষ্ঠানটি নিয়ে পাল্টা পাল্টি মানববন্ধন করে শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। আজ বিকেলে ১০/১২ জন শিক্ষার্থী হোস্টেলে তাদের জিনিসপত্র নিতে গেলে কলেজ কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। এক পর্যায়ে লাঠি দিয়ে মারতে শুরু করে তাদের।

২ নভেম্বর প্রয়োজনীয় অনুমোদন না নেয়াহ নানা অভিযোগে মেডিকেল কলেজটি বন্ধ করে শিক্ষার্থীদের অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশন করার নির্দেশ দেয় সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply