বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার মৃত্যু

|

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ

করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শংক্রমণ শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানী হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে কোভিড নাইটিনে মারা গেছেন প্রায় ১৪শ’ মানুষ। ১ লাখ ৬০ হাজারের বেশি মার্কিনির শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। দিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮ শতাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। মেক্সিকোতে মারা গেছেন সাড়ে ৬শ’ মানুষ।

এছাড়া ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ডে, রাশিয়ায় ৫ শতাধিক করে প্রাণহানী হয়েছে। সংক্রমণ আর মৃত্যুহার কিছুটা কমেছে ভারতে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এদিন মৃত্যু হয়েছে ৪৩৮ জনের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ১৪ লাখ ৪৮ হাজারের বেশি। শনাক্তকৃত রোগীর সংখ্যা ৬ কোটি সাড়ে ১৯ লাখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply