অকটেন ঢেলে পেট্রোলপাম্প কর্মী রিয়াদকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার ৩

|

রাজধানীর জুরাইনে শরীরে অকটেন ঢেলে পেট্রোলপাম্প কর্মী রিয়াদকে পুড়িয়ে মারার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

স্থানীয়রা জানান, ২৪ নভেম্বর পেট্রোলপাম্পে দায়িত্বে ছিলেন ৪ জন অপারেটর। রাতে এদের মধ্যে ইমন নামে এক অপারেটর ঘুমিয়ে গেলে তাকে ডাকতে যান রিয়াদ। এ সময় দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রিয়াদের গায়ে ঢেলে দেয়া হয় অকটেন। পরে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে রিয়াদের গায়ে ছুঁড়ে মারা হয়। এতে রিয়াদের শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। পরে পাম্পের কর্মচারীরা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

এই ঘটনায় ইমনসহ অপর দুই অপারেটরের বিরুদ্ধে মামলা করেছেন রিয়াদের বাবা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply