বান্দরবান প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে স্টেডিয়ামে শুরু হয়েছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট।
শনিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় তার সাথে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, বান্দরবান ডিএস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবি প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বান্দরবান ও কুমিল্লা জেলা দল অংশগ্রহণ করে।
এস আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্টটির আয়োজন করেছে। বান্দরবান স্টেডিয়ামের এই টুর্নামেন্টটিতে পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি কক্সবাজার, কুমিল্লা ও লক্ষ্মীপুর মোট ৫টি দল অংশগ্রহণ করে। আগামী ৪ নভেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টুর্নামেন্ট।
Leave a reply