ইথিওপিয়ায় সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। শনিবার এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ।
টাইগ্রের রাজধানী মেকেলের দখল নেয়ার পর এ ঘোষণা দেন তিনি। এক টুইটবার্তায়, টাইগ্রেতে চলমান অভিযান সমাপ্তির ঘোষণাও দেন। জানান, উদ্ধার করা হয়েছে বিদ্রোহী টিপিএলএফ’র (TPLF) হাতে বন্দী কয়েক হাজার সেনাকে। এবার বিধ্বস্ত অঞ্চল সংস্কার ও বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে জানান অ্যাবি।
এদিকে টাইগ্রেতে সরকারি বাহিনীর অভিযান শুরুর পর ঘরবাড়ি ছেড়েছে প্রায় ৫ লাখ মানুষ। বেশিরভাগ আশ্রয় নিয়েছে প্রতিবেশী সুদানে। তবে এখনই হার মানতে নারাজ টিপিএলএফ (TPLF)।
রয়টার্সকে পাঠানো টেক্সট বার্তায় গোষ্ঠীটির প্রধান জানান, অধিকার ফিরে পাবার লড়াই অব্যাহত থাকবে।
Leave a reply