বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দুই লেনের ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন। যে সেতু দ্বারা সংযুক্ত হবে এশিয়ান হাইওয়ে ও রেলওয়ের সাথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
দেশের রেলকে আরও অত্যাধুনিক করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যমুনা নদীর ওপর নতুন এই রেল সেতুর কাজ হবে ২০২৪ সালে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালী হয়ে পায়রাবন্দর পর্যন্ত রেল যোগাযোগ চালু করা হবে। এছাড়া সারাদেশে রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলেও জানান শেখ হাসিনা।
Leave a reply