স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের তেবাড়িয়া হাট থেকে উদ্ধার করা ছয়টি টিয়া ও একটি মুনিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব পাখি অবমুক্ত করেন জেলা
প্রশাসক মো. শাহরিয়াজ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তেবড়িয়া হাটে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পাখি সংরক্ষণ ও বিক্রির দায়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে নাসিম উদ্দিনকে (১৮) দুই হাজার টাকার দণ্ড প্রদান করা হয় এবং পাখিগুলো জব্দ করা হয়। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
অভিযানকালে বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদী-উজ-জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জীব বৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইউএইচ/
Leave a reply