জরিমানা ছাড়া আয়কর পরিশোধের সময় আগামীকাল সোমবার শেষ হচ্ছে। এরপর আর সময় বাড়ানো হবে না। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি জানান, গেল ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে ১৩ লাখ ২০ হাজার। পরিশোধিত রাজস্বের পরিমাণ ২ হাজার ৩৮৭ কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান বলেন, টিআইএনধারীদের রিটার্ন দেয়া বাধ্যতামূলক; না দিলে জরিমানা গুণতে হবে। আর জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময় এবার বাড়ানো হচ্ছে না। সক্ষমতা বাড়লেও কাঙ্খিত মাত্রায় আয়করের ক্ষেত্র বাড়েনি বলেও জানান তিনি।
আগামীকাল জাতীয় আয়কর দিবস পালন করবে রাজস্ব বোর্ড। এবারের প্রতিপাদ্য, ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’। এ উপলক্ষে ভাচুর্য়াল সেমিনারের আয়োজন করবে এনবিআর।
Leave a reply