দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণের দাবিতে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) ভবনের সামনে বিক্ষোভ করছেন রাজস্ব (কাস্টমস) কর্মকর্তারা।
সোমবার সকাল থেকে তারা এ বিক্ষোভ শুরু করেন। এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অফিসে প্রবেশ না করতে দেয়ারও অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের ওপর।
উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে এক কর্মকর্তাকে থাপ্পড় মেরে ফাইল ছিঁড়ে ফেলার পর কাস্টমসের যুগ্ম-কমিশনার লুৎফুল আজমকে অবরুদ্ধ রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তিনি মুক্তি পান।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, যুগ্ম-কমিশনার লুৎফুল আজম সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ফাইলপত্র ছিঁড়ে ফেলার পাশাপাশি কখনো কখনো কর্মকর্তাদের গায়ে হাত তোলেন তিনি।
Leave a reply