শীত বাড়ার সাথে সাথে বাড়ছে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলো করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড় চোখে পড়ার মত।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করানো হয় অনলাইন নিবন্ধনের মাধ্যমে। নমুনা সংগ্রহ চলে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় জরুরী ভিত্তিতে করোনা পরীক্ষা করাতে আসা রোগীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে দেখা গেছে। ফলে অনেককেই ছুটতে হয় বেসরকারি হাসপাতালে।
সেইসাথে, উপসর্গ নেই তবে অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসার শর্ত মেনে করোনা পরীক্ষা করাতে ভিড় জমান বিভিন্ন হাসপাতালে।
Leave a reply