Site icon Jamuna Television

ব্যালেন্স আর ফুটওয়ার্ক না থাকলে কোনো কিছুই সম্ভব না: শচীন টেন্ডুলকার

ক্রিকেট মানেই ফুটওয়ার্ক এবং ব্যালেন্স। একজন ব্যাটসম্যানের যদি পায়ের কাজ ভালো না হয় সেই ব্যাটার কখনোই ভালো ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না।
ফুটওয়ার্কের সাথে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ব্যালেন্স। ব্যালেন্স না থাকলে বা কোনো খেলোয়াড়ই নিজের সেরাটা দিতে পারবে না মাঠে।

সেই সাথে জীবনের ইনিংসেও ব্যালেন্সের কোনো বিকল্প নেই। এই ব্যালেন্স এবং ফুটওয়ার্ক নিয়ে ফেসবুকে লিখেছেন বিশ্ব ক্রিকেটের একসময়ের এক নম্বর তারকা শচীন টেন্ডুলকার।

ফেসবুক পেজে সাইকেল নিয়ে একটি ছবি পোস্ট করে তিনি সেখানে ক্যাপশন দিয়েছেন ফুটওয়ার্ক অ্যান্ড ব্যালেন্স আর স্টিল ইমপরটেন্ট এভরিহোয়ার। তিনি তার ফেসবুকে পেজে এই ক্যাপশনটি দিয়ে বোঝাতে চেয়েছন ফুটওয়ার্ক আর ব্যালেন্স না থাকলে কোথাও নিজেকে স্থির রাখা সম্ভব না অর্থৎ নিজের অস্তিত্ব বা কোনোকিছুকে নিয়ন্ত্রণ করা সম্ভব না।

শচীনের ফেসবুকের পোস্টটি

Exit mobile version