Site icon Jamuna Television

ইরাক-সিরিয়া সীমান্তে ড্রোন হামলায় ইরানি সামরিক কর্মকর্তা নিহত

ইরাক-সিরিয়া সীমান্তে ড্রোন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
অজ্ঞাত আততায়ীর হাতে ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঠিক দুইদিন পর রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর রাশিয়ান সংবাদমাধ্যম আরটি’র।

হামলায়, সামরিক কর্মকর্তাসহ তার তিনজন দেহরক্ষীও নিহত হন বলে জানা যায়। ইরাকি কর্মকর্তারা জানায়, তিনি তার দেহরক্ষীসহ একটি গাড়িতে করে যাওয়ার সময় তাদের গাড়ির উপর ড্রোন হামলা চালানো হয়। এতে তারা নিহত হন।

ইরানের এই কর্মকর্তা আল কায়িম সীমান্ত দিয়ে সিরিয়া প্রবেশের পরই তাদের উপর এ হামলা চালানো হয়।

Exit mobile version