দক্ষিণ কোরিয়ায় আবারও দেখা দিয়েছে বার্ড ফ্লু’র প্রকোপ

|

দক্ষিণ কোরিয়ায় আবারও দেখা দিলো ‘বার্ড ফ্লু’র প্রকোপ। মঙ্গলবার দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ংয়াপের একটি হাঁস খামারে শনাক্ত হয় ভাইরাসটি। এরপরই অঞ্চলটিতে প্রবেশে জারি করা হয় কঠোর নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা ৭টি খামারের প্রায় ৪ লাখ হাঁস-মুরগিকে জবাইয়ের পর মাটিচাপা দিচ্ছেন।

আগামী একমাস আক্রান্ত অঞ্চল থেকে ২৬ লাখের মতো পোলট্রি পণ্য বাইরে সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশজুড়েও জারি করা হয়েছে সতর্কতা। জীবন্ত হাঁস-মুরগি বিক্রিতে আরোপিত হয়েছে কঠোর বিধিনিষেধ।

২০০৮ সালে ভাইরাসটির কারণে ভুগেছে প্রায় গোটা বিশ্ব; জারি হয়েছিলো বৈশ্বিক সতর্কতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply