পি কে হালদারের অ্যারেস্ট ওয়ারেন্ট না হওয়ায় হাইকোর্টের হতাশা প্রকাশ

|

হাজার কোটি টাকা লোপাটকারী পি কে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন উচ্চ আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে গ্রেফতারি পরোয়ানা ও মামলার তথ্য জানাতে দুদককে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সকালে পি কে হালদারকে গ্রেফতারের বিষয়ে দুদকের প্রতিবেদন হাইকোর্ট উপস্থাপন করা হয়। এসময় আদালত হতাশা জানিয়ে ডেপুটি এটর্নি জেনারেলকে পি কে হালদারের বিষয়ে এনবিআরসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে পি কে হালদারের ৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। এছাড়া ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

গত ১৯ নভেম্বর আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেও পি কে হালদার ধরা ছোঁয়ার বাইরে থাকে কীভাবে? উচ্চ আদালত গভীর উষ্মা প্রকাশ করে বলেন, দেশটা মগের মুল্লুক কিনা? সেদিনই আদালত স্বপ্রণোদিত হয়ে পি কে হালদারের গ্রেফতারে পদক্ষেপ জানতে চান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply