পানির নিচেও সচল আইফোন ১২

|

পানির নিচেও সচল আইফোন ১২

আইফোন ১২ মডেলের পানিরোধী ক্ষমতা দেখে অবাক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশ্লেষকেরা। অ্যাপল তাদের সাপোর্ট পেজে যে নির্দেশনা দিয়েছে, তার থেকেও অনেক বেশি গভীর পানির নিচে এই সংস্করণের ফোনটিকে রেখে তেমন গুরুতর কোনো সমস্যা পায়নি সংবাদমাধ্যমটি।

মিশন রোবটিক্সের মাধ্যমে আইফোন ১২ মডেলের চারটি ফোন প্রথমে ১৯.৬ ফুট পানির নিচে রাখে সিনেট। ৩০ মিনিট পর উঠিয়ে দেখা যায়, সব ফিচার স্বাভাবিকভাবে কাজ করছে। এসময় লেক তাহোর পানির তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

এরপর দ্বিতীয় পরীক্ষায় ৬৫ ফুট (২০ মিটার) পানির নিচে নেয়া হয় আইফোন ১২-কে। তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ৩০ মিনিট পার হওয়ার পর আরও দশ মিনিট বেশি পানির নিচে রাখা হয় ফোনটিকে। এভাবে মোট ৪০ মিনিট বাদে ফোন তুলে পরীক্ষা করেন বিশ্লেষকেরা।

সিনেট লিখেছে, অবাক করার বিষয় হলো প্রত্যেকটি জিনিস স্বাভাবিক কাজ করেছে। স্ক্রিনের প্রতিক্রিয়ায় কোনো সমস্যা হয়নি। ভলিউম এবং পাওয়ার বাটন ছিল নরমাল। দুই ক্যামেরাও একই রকম। এরপর ফোনটিকে ৭২ ঘণ্টা ধরে শুকিয়ে চূড়ান্ত পরীক্ষা করা হয়। দীর্ঘমেয়াদি কোনো সমস্যা হচ্ছে কি না, সেটি ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

এসময় স্ক্রিনে কুয়াশার মতো কিছুটা আস্তরণ দেখা গেছে। তবে ব্যাটারি এবং অন্যসব ফিচার স্বাভাবিকই ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply