ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল কিনবে সরকার। এজন্য ১৭৬ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বলা হয়, সরকারি খাদ্য গুদামের ঘাটতি মেটাতে পর্যায়ক্রমে বিদেশ থেকে চাল আমদানি করবে সরকার। এ জন্য আলোচনা চলছিলো ভারত ও ভিয়েতনামে সাথে। সে ধারাবাহিকতায় বীরভূমের এমএসপিকে অ্যাগ্রি লিংকের কাছ থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার। প্রতি কেজিতে দাম পড়বে ৩৫ টাকা।
বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল। জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি কিনবে সরকার। এক্ষেত্রে আহ্বান করা হবে না উন্মুক্ত দরপত্র।
Leave a reply