ভারতে আজ চতুর্থবারের মতো কৃষকদের সাথে সমঝোতায় বসবে সরকারপক্ষ

|

ভারতে আজ চতুর্থবারের মতো কৃষকদের সাথে সমঝোতায় বসবে সরকারপক্ষ

আন্দোলনরত ভারতীয় কৃষকদের সাথে ৪র্থ দফা বৈঠকের আগে, আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সাথে আলোচনায় বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় হওয়া এ আলোচনাকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারণ, আন্দোলনের শুরু থেকেই পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো তৎপর। অবশ্য, সেখানে কি কি বিষয় উত্থাপিত হয়েছে- সেটি গণমাধ্যমের কাছে স্পষ্ট করেনি সরকার।

প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি চলাকালে, আজ চতুর্থবারের মতো কৃষকদের সাথে সমঝোতায় বসবে সরকারপক্ষ। ৫ শতাধিক সংগঠনের হুমকি- আজই দফারফার শেষ সুযোগ দেয়া হবে কেন্দ্রকে।

সেপ্টেম্বরে পাস হয় ৩টি নতুন কৃষি আইন। যাতে বলা হয়, কৃষিখাত ও কৃষকের কল্যাণেই এ সংস্কার। কিন্তু, কৃষকদের অভিযোগ- তাতে লাভবান হবেন মুনাফাখোর ব্যবসায়ীরা। যা, বাতিলের দাবিতে গেলো এক সপ্তাহ ধরে উত্তাল, ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply