আন্দোলনরত ভারতীয় কৃষকদের সাথে ৪র্থ দফা বৈঠকের আগে, আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সাথে আলোচনায় বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় হওয়া এ আলোচনাকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারণ, আন্দোলনের শুরু থেকেই পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো তৎপর। অবশ্য, সেখানে কি কি বিষয় উত্থাপিত হয়েছে- সেটি গণমাধ্যমের কাছে স্পষ্ট করেনি সরকার।
প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি চলাকালে, আজ চতুর্থবারের মতো কৃষকদের সাথে সমঝোতায় বসবে সরকারপক্ষ। ৫ শতাধিক সংগঠনের হুমকি- আজই দফারফার শেষ সুযোগ দেয়া হবে কেন্দ্রকে।
সেপ্টেম্বরে পাস হয় ৩টি নতুন কৃষি আইন। যাতে বলা হয়, কৃষিখাত ও কৃষকের কল্যাণেই এ সংস্কার। কিন্তু, কৃষকদের অভিযোগ- তাতে লাভবান হবেন মুনাফাখোর ব্যবসায়ীরা। যা, বাতিলের দাবিতে গেলো এক সপ্তাহ ধরে উত্তাল, ভারত।
Leave a reply