Site icon Jamuna Television

শতভাগ ব্যক্তিতন্ত্রে দেশ চলছে:গয়েশ্বর

শতভাগ ব্যক্তিতন্ত্রে দেশ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরের বাউনিয়া বাধ বস্তিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে, বস্তিবাসীর স্থায়ী আবাসেন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের মূল চেতনা ধংস করে দিয়েছে সরকার। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে সর্বক্ষেত্রে এখন নৈরাজ্য চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। বলেন, দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই।

Exit mobile version