Site icon Jamuna Television

প্রকাশ্যে এএসআই’র ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

রাজশাহী বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশিদের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সমালোচনার মুখে ঐ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি মোবাইল ফোনের দোকানে বসে ঘুষ দাবি করছেন এএসআই হারুন। তিন হাজার টাকা দাবি করতে শোনা যায় অডিওতে। দুই হাজার টাকায় রাজি হওয়ার পরও, পুরো তিন হাজার টাকা নেয়ার কথোপকথনও আছে ওই ভিডিওতে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, লকডাউনে মোবাইলের দোকান খোলার অপরাধে ঘুষ নেন এএসআই হারুন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন।

Exit mobile version