যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। এই অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের অরেঞ্জ কাউন্টিতে গেল কয়েকদিন ধরেই আগুনের তীব্রতা বেড়ে চলেছে।
ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে প্রায় ৫০ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। অন্যান্য বারের চেয়ে এবারের আগুনে ফসলের ক্ষতি হয়েছে বেশি।
কর্তৃপক্ষের দাবি, এখনও পরিমাণ নিরূপণ না করা গেলেও ক্ষতিগ্রস্ত এলাকার বেশিরভাগই ছিলো বাগান এবং চাষযোগ্য জমি। দাবানলের শিকার হয়েছে প্রায় ১৭ হাজার ঘরবাড়ি। ক্ষতির মুখে পড়েছেন ২ লাখের বেশি মানুষ।
Leave a reply