হরিণাকুণ্ডুতে ইটভাটার লরিতে চাপাপড়ে একজনের মৃত্যু

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শুক্রবার সকালে উপজেলার বায়লীয়া গ্রামে এনবিআরবি (NBRB) ইটভাটায় রিপন হোসেন নামের এক মাটিকাটা দিনমজুরের মৃত্যু হয়েছে। মাটি খালাস করার সময় রিপন হোসেনের (৩২) মাটিটানা লরির হাইড্রলিক ডালার নিচে চাপা পড়ে মৃত্যু হয়।

মৃত রিপন উপজেলার পার-ফলসী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র। এনিয়ে গত ছয়দিনে হরিণাকুণ্ডুতে ইটভাটার গাড়িতে চার জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

জানা যায়, শুক্রবার সকালে অ্যাড. বজলুর রহমানের লিজ দেওয়া এনবিআরবি ভাটায় পার্শ্ববর্তী মাঠ থেকে লরিতে আনা মাটি খালাস করার সময় ওই লরির দিনমজুর রিপন লরির হাইড্রলিক ডালার নিচে চাপা পড়ে, যান্ত্রিক ত্রুটির কারণে ডালাপড়া বন্ধ করতে বিলম্ব হওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।

খবর পাওয়া মাত্র থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনাস্থলে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠায়। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply