বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে কাতার

|

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রথমার্ধ শেষে কাতার এগিয়ে রয়েছে ২-০ গোলে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০ টায় কাতারের আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। নবম মিনিটে প্রথম গোলটি করেন আব্দুল আজিজ হাতেম এবং ৩৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন আকরাম আফিফ।

কাতারের রাজধানী দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে ১-০ ব্যবধানে লিড নেয় কাতার। ডি-বক্সের মধ্যে বল পেয়ে তা বাংলাদেশের জালে পৌঁছে দেন আব্দুল আজিজ হাতেম। দশম মিনিটে কাতারের আরেকটি আক্রমণ প্রতিহত করেন বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু।

৩৩তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের প্রান্ত থেকে ফার পোস্ট লক্ষ্য করে কোনাকুনি শটে গোলটি করেন আকরাম আফিফ। বাংলাদেশের গোলরক্ষক ঝাপিয়ে পড়লেও গোল বাঁচাতে পারেননি।

প্রথমার্ধে ৭৫ শতাংশ সময় ধরে বল দখলে রেখেছিল কাতার। ২৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। বলতে গেলে প্রথমার্ধে পুরোটা সময় জুড়েই বাংলাদেশকে রাখে কাতার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply