ভাসানচরে নতুন জীবন রোহিঙ্গাদের

|

ভাসানচরে নতুন জীবন রোহিঙ্গাদের

প্রথম দফায় কক্সবাজার আশ্রয়শিবির থেকে ভাসানচরে যাওয়া ১ হাজার ৬৪২জন রোহিঙ্গা তাদের নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) ভাসানচরে পৌঁছেই নিজ নিজ ঘরও বুঝে নেন রোহিঙ্গারা। ভাসানচরে মানসম্পন্ন জীবন ধারণের সব ব্যবস্থা থাকায় খুশি তারা।

এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে যে সংকট ছিলো, সেটাও ২৩টি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত চেষ্টায় কাটতে শুরু করেছে।

আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানায়, কিছু আন্তর্জাতিক এনজিও’র মিথ্যা প্রচারণায় ভাসানচরে কেউ আসতে চাইছিল না। তবে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও আন্তরিকতা দেখার পর অনেকে এখন এখানে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply