কয়েক সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেলো একশ’ তলা ভবনের সমান উঁচু একটি চিমনি। নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুড়িয়ে দেয়া হয় এটি।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের উইডোজ ক্রিক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিদ্যুৎকেন্দ্র বন্ধের অংশ হিসেবে ধ্বংস করা হয় এক হাজার ফুট উঁচু চিমনিটি। কেন্দ্রে কয়লা পোড়ানোর সবচেয়ে উঁচু টাওয়ার ছিলো এটি।
১৯৫০ সালে টেনেসি নদীর পাড়ে চালু হয় কেন্দ্রটি। যুক্তরাষ্ট্র সরকার কয়লাভিত্তিক প্রকল্প থেকে সরে আসায় ২০১৫ সালে বিদ্যুৎ উৎপাদন হয়ে যায় এতে। নতুন অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে খালি করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের জায়গা।
Leave a reply