হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৩৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫১২ রান করে ব্লাকক্যাপরা। জবাবে ১৩৮ ও ২৪৭ রানে দুই ইনিংস শেষ করে উইন্ডিজ।
চতুর্থ দিন ইনিংস হার এড়াতে উইন্ডিজের প্রয়োজন ছিলো ১৮৫ রান। হাতে ছিলো মাত্র ৪ উইকেট। আগের দিনের ৬ উইকেট ১৯৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে লড়াইটা ভালোই চালাচ্ছিলেন ব্লাকউড ও জোসেফ। দলের বিপর্যয়ে দারুণ ইনিংস খেলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জার্মেইন ব্লাকউড। সপ্তম উইকেটে এই দুজনের ১৫৫ রানের জুটি ভাঙ্গেন জেমিসন। জোসেফ ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
এরপর নেইল ওয়াগনার ১০৪ করা ব্লাকউড আর কেমার রোচকে ফেরালে ২৪৭ রানে অলআউট হয় উইন্ডিজ। দুই ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।
ইউএইচ/
Leave a reply