‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা

|

নকশা বহির্ভূতভাবে ভবনের ভেতরে অবকাঠামো নির্মাণ করায় রাজধানীর উত্তরার জমজম টাওয়ার কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ১২টার পর থেকে এ অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। এর আগে উত্তরার বহুতল এ বাণিজ্যিক ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে।

বহুতল এ বাণিজ্যিক ভবনটির মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির’ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম।

গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় গত ২০ নভেম্বর রাতে অভিযানে যায় র‌্যাব। রাতভর অভিযান চালানোর পর বিপুল অর্থ, অস্ত্র ও মদসহ তাকে গ্রেফতার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply