করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলায় সিনেটে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’ বিল পাস করলো আর্জেন্টিনা। শনিবার, ৪২-২৬ ভোটে পাস হয় বিলটি।
এই বিলের আওতায়, দেশের ১২ হাজার ধনকুবেরের ওপর আরোপিত হবে এককালীন বাড়তি ট্যাক্স। যাদের সম্পদের পরিমাণ ২০ লাখ ৪৫ হাজার ডলারের কাছাকাছি, এমন দুই শতাংশ ধনীকে বাছাই করেছে সরকার।
প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের প্রত্যাশা- এরমাধ্যমে ৩৭০ কোটি ডলার অতিরিক্ত আয় হবে। যা দিয়ে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনা হবে। খরচ করা হবে চিকিৎসা, গবেষণা এবং ধ্বসে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে। লাতিন দেশটিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের কাছাকাছি মানুষ; সংক্রমিত ১৪ লাখ ৬০ হাজারের মতো।
Leave a reply