বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে ১৪৬ রানের টার্গেট দিয়েছে রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪৫ রান তোলে রাজশাহী।
সন্ধ্যায় টস হেরে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি মিনিস্টার গ্রুপের দলটি। এক প্রান্ত দলের অধিনায়ক শান্ত আগলে ধরে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলো যাওয়া আসার মিছিলে। এর মাঝে ব্যতিক্রমী ছিলো নুরুল হাসান সোহাগ। তার ব্যাট থেকে আসা ৩৭ রান দলকে এনে দিয়েছে লড়াই করার মত পুঁজি।
আর দলনেতা নাজমুল হাসান শান্ত ফিরেছেন ৫৫ রানে। নির্ধারিত ২০ ওবার শেষে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৫ রান। খুলনার হয়ে শুভাগতগহোম নিয়েছেন সর্বোচ্চ দু’টি উইকেট। এ ম্যাচে কোন উইকেট পাননি সাকিব আল হাসান। জবাবে ১৪৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে খুলনা।
Leave a reply