ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি কোভিড নাইনটিনে (করোনাভাইরাসে) আক্রান্ত। রোববার এক টুইট বার্তায় খোদ মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেন এ তথ্য।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, রাজধানী ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলছে ৭৬ বছর বয়সী আইনজ্ঞের চিকিৎসা। ট্রাম্পের নির্বাচনী ফলাফল সম্পর্কিত আইনি লড়াইয়ে তিনিই নেতৃত্ব দিচ্ছিলেন।
নিউইয়র্কের সাবেক এই মেয়র অবশ্য নিজে সংক্রমণের তথ্য স্বীকার করেননি। কিন্তু টুইটারে শেয়ার করেছেন প্রেসিডেন্টের পোস্টটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সংক্রমণের খবরে চলছে বিতর্ক। কারণ, ৩ নভেম্বরের ভোটাভুটির পর বহুবার তিনি মাস্ক ছাড়াই জনসম্মুখে এসেছেন। মানেননি সামাজিক দূরত্বসহ অন্যান্য করোনা শিষ্টাচার।
এর আগে অক্টোবরে নির্বাচনের আগমুহূর্তে প্রেসিডেন্টসহ রিপাবলিকান শিবিরের প্রায় ২৫ জন একযোগে করোনা আক্রান্ত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।
Leave a reply