কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় হেফাজতে ইসলামী’র নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ ৩জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে।
সোমবার সিএমএম কোর্টে এই আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। আবেদনে বলা হয়, হেফাজত নেতারা দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল মামলার আবেদন করেন। আজই এই আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মামুন, হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করেছেন।
এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলাসহ অপমানজনক, অগ্রহণযোগ্য এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কার্যকলাপের কারণে মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরী গংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এ আবেদন করেন।
Leave a reply