ভাস্কর্য ইস্যুটি প্রধানমন্ত্রী দেখছেন: কাদের

|

বিএনপি আন্দোলনের নামে আবার জ্বালাও-পোড়াও শুরু করেছে: কাদের

ফাইল ছবি।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ইস্যুটি স্বয়ং প্রধানমন্ত্রী দেখছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ভাস্কর্য ভাঙ্গার মতো ঘটনা রাষ্ট্রদ্রোহের সামিল।

সেতুমন্ত্রী বলেন, ভাস্কর্য নিয়ে একটি মহল রাজনীতি করছে। এই ধৃষ্টতা যারাই করবে তাদেরকে চরম মূল্য দিতে হবে। কারো হুকুমে ভাস্কর্য ভাঙা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

কাদের বলেন, হেফাজতের সাথে আওয়ামী লীগের কোন সমঝোতা হয়নি। ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মাণ হবে। তিনি বলেন, বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে উস্কানি দিচ্ছে। এখন তারা হেফাজতের আন্দোলনের ওপর ভর করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply