করোনার থাবায় নিউজিল্যান্ডে গিয়ে চরম বিপাকে পড়েছিলো পাকিস্তান ক্রিকেট দল। প্র্যাকটিসের আগে করোনায় আক্রান্ত হয়েছিলো দলের ৬ ক্রিকেটার। দ্বিতীয় বার করোনা টেস্ট করে পজেটিভ হন আরও দুই ক্রিকেটার।
ফলে এমন অবস্থায় সিরিজ নিয়েই শঙ্কায় ছিলো দুই দল। তবে সেই শঙ্কা থেকে বেরিয়ে এসে সিরিজ শুরুর প্রস্তুতি নিচ্ছে দুই দল। আক্রান্ত হবার ১২ দিন পরে সবাই এখন করোনা মুক্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। তারা ছাড়াও বাকি ক্রিকেটাররাও করোনা নেগেটিভ। এর ফলে অনুশীলন করতে আর কোন বাধা থাকছে না পাকিস্তান ক্রিকেট দলের।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) আইসোলেশন থেকে মুক্ত হয়ে অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে পাকিস্তানকে। ১৮ ডিসেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে দু’দলের সিরিজ।
Leave a reply